ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

হাসপাতালের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:০৩ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন মাদকসেবী ও অসামাজিক কর্মকা-ের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় রাতে ওই ভবনে মাদক সেবন, জুয়া ও নারী-পুরুষের অনৈতিক কর্মকা- চলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলা বিশিষ্ট ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। বর্তমানে ভবনটির প্রতিটি কক্ষে পড়ে থাকে মদের বোতল, সিগারেটের খালি প্যাকেট, ইয়াবার আলামত, দিয়াশলাই ও নারীদের পোশাক-পরিচ্ছদ। এসব দেখে ভবনটিকে মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের নিরাপদ আস্তানা বলেই মনে করছেন তারা।

স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের পরিত্যক্ত কোয়ার্টারে প্রচুর মাদকসেবনের সরঞ্জাম পড়ে আছে। দীর্ঘদিন ধরে এ অপকর্ম চললেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

স্থানীয় মানবকল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি অভিযোগ করেন বলেন, এখানে নারী-পুরুষের অসামাজিক কার্যকলাপের আলামতও মেলে। আমার মনে হয়, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, আমরা বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তুলেছি। পুলিশকে টহল জোরদারের অনুরোধও জানানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, ইতোমধ্যে এ স্থান থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে এবং মাদকসেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছিল। অভিযোগ পেলে অভিযান চালানো হয়, শহরে পুলিশের নিয়মিত টহলও অব্যাহত রয়েছে