সিরাজগঞ্জের সলঙ্গায় বাবা ইদ্রিস আলীকে হত্যার দায়ে ছেলে ও মামলার বাদী রেজাউল করিম লাবুকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন। একই রায়ে নিহতের স্ত্রী রেনুকা বেগম ও মৃত্যুদ-প্রাপ্ত রেজাউল করিম লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদ- ও অর্থদ- দেওয়া হয়। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।