ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

৪ অক্টোবর বিসিবি নির্বাচন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৩৩ এএম

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিকতা। আর ২৫ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের তারিখ। ভোটগ্রহণ হবে ৪ অক্টোবর। এবারের নির্বাচনে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ থাকবে। গত ৬ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে বিসিবি।

প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে। তার সঙ্গে নির্বাচন কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)। এরই মধ্যে বিসিবির নির্বাচনি তোড়জোড় শুরু হয়ে গেছে। গত শনিবার জরুরি সভা করেছে বিসিবি। এ সভা শেষে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ‘অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচনটি হবে, তার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, তিনজন নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে। তারা দায়িত্বও বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি প্রক্রিয়াটা কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবেÑ এসব বিষয় নিয়ে।’