সাতক্ষীরায় আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
তিনি অন্য মাসের তুলনায় গত মাসে জেলায় অপরাধপ্রবণতা কমেছে বলে উল্লেখ করেন। পাশাপাশি এ মাসে অনুষ্ঠেয় হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, লাইনেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণ, দ্বিধাবিভক্ত প্রেসক্লাব ইস্যুতে আলোচনার উদ্যোগ, খাস জমিতে অবৈধ দখলদারদের উচ্ছ্বেদ, শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।