ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভোক্তার অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:২৬ এএম

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার আটকবর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, গতকাল পরিচালিত অভিযানে সার, বীজ ও কীটনাশক তদারক করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বেশি দামে সার বিক্রি করা এবং নিয়মবহির্ভূত সার সংরক্ষণের কারণে মেসার্স শিশির ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সরকার নির্ধারিত দামে সার ক্রয়-বিক্রয়, যথাযথভাবে রেজিস্ট্রার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।