ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষার কথা মাথায় রেখে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।
সংগঠনটি জানিয়েছে, শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি নতুন সংযোজন, যা নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে প্রয়োজনীয় সুবিধা তৈরি করবে।
তাদের মতে, প্রতিদিন হাজারো শিক্ষার্থী এসব অ্যাকাডেমিক ভবনে যাতায়াত করেন, যার মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। এমন পরিস্থিতিতে ভেন্ডিং মেশিন স্থাপন তাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে।
ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, ‘নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক স্থানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। আগে ডাকসুর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও আচরণবিধির কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে আমরা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে চাই।’
সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান বলেন, ‘আমরা দীর্ঘ এক বছর ধরে শিক্ষার্থীদের জন্য নানা কাজ করে যাচ্ছি। নির্বাচনী তফসিলেও আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অ্যাকাডেমিক ভবনে যেখানে সুবিধার অভাব আছে, সেগুলো নিশ্চিত করব। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ আমরা নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নিয়েছি। আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।’
ঢাবির বিভিন্ন অনুষদের কয়েকজন নারী শিক্ষার্থী এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয় জীবনে নারীদের জন্য স্বাস্থ্যসচেতন পরিবেশ তৈরি করা খুবই জরুরি। তারা আশা প্রকাশ করেন, শুধু মেশিন বসানোই নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ভেন্ডিং মেশিন সচল রাখার বিষয়েও কর্তৃপক্ষ ও সংগঠনকে দায়িত্বশীল হতে হবে।
সংবাদ সম্মেলনে শিবির নেতারা আরও জানান, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তারা অন্যান্য উদ্যোগও নেবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তারা ক্যাম্পাসে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে চান।
যেখানে যেখানে বসানো হয়েছে ভেন্ডিং মেশিন:
- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)
- কেন্দ্রীয় লাইব্রেরি
- কার্জন হল
- মোকাররম ভবন
- বিজনেস স্টাডিজ অনুষদ (এফবিএস)
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিরঙ্কুশ জয় লাভ করে। তারা ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়। নির্বাচনের সময় শিক্ষার্থীবান্ধব নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছিল এই জোট। ভেন্ডিং মেশিন স্থাপন তাদের প্রতিশ্রুতির বাস্তবায়নেরই একটি অংশ বলে দাবি করছে সংগঠনটি।