ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

রাকসুতে আরও দুই ‘অপূর্ণাঙ্গ’ স্বতন্ত্র প্যানেল ঘোষণা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:১০ পিএম
রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করে ‘ইউনাইটেড ফর রাইটস’র সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আরও দুইটি ‘অপূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল’ ঘোষণা করা হয়েছে। ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’ এবং ‘ইউনাইটেড ফর রাইটস’ নামের দুইটি প্যানেল ঘোষণা করা হয়েছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটা এবং দেড়টায় পৃথক সংবাদ সম্মেলনে এই দুটি প্যানেল ঘোষণা দেওয়া হয়।

স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি পদে রয়েছে আশিকুল্লাহ মুহিব, জিএস পদে আব্দুল মুকিত, তথ্য ও গবেষণা সম্পাদক ছাত্র ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং কার্যনির্বাহী সদস্য পদে দুইজন প্রতিদ্বন্দিতা করবেন। তাদের জোটে অন্যান্য পদে কোনো প্রার্থী তারা দেননি। অন্যান্য পদে স্বতন্ত্র প্রার্থীদের তাদের প্যানেলে সমন্বয়ের আহ্বান করেছেন।

জোটের ভিপি প্রার্থী আশিকুল্লাহ মুহিব বলেন, ‘দলীয় প্রার্থী এবং প্যানেলের অর্থনৈতিক ও লজিস্টিক সাপোর্ট রয়েছে। আমাদের মতো স্বতন্ত্র প্রার্থীদের সেই সহায়তার জায়গা নেই। ফলে একতাবদ্ধভাবে একটি জোট করেছি। অন্যান্য পদে প্রার্থীদের আহ্বান করছি।’

এদিকে, দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আরেক সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস ছাড়াই ১১ সদস্যের আরেকটি প্যানেল ঘোষণা করেছেন একদল প্রার্থী। তাদের প্যানেলের নাম ‘ইউনাইটেড ফর রাইট’।

রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করে  ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’র সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

এই প্যানেলে সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজওয়ান করিম, সহ-নারী বিষয়ক সম্পাদক হাসনা হেনা বর্ষা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইফতেখারুল আলম ধ্রুব, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাবিল বিন জাকের, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মোর্শেদ খান, সহ-মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তালহা হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় কৃঞ্চ দাস, সহ-বিজ্ঞান  ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাসেল রানা, সহ-পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য শাহরিয়ার ফয়সাল ও মো. জাফর আহমেদ প্রতিদ্বন্দিতা করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যানেলের সহ তথ্য ও গবেষণা সম্পাদক নাবিল বিন জাকের বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, শিক্ষার্থীদের সংগ্রাম ও স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এত বছর সাধারণ শিক্ষার্থীদের কথা বলার  জায়গা ছিল না। ছাত্র সংসদ কার্যকর না করে ক্ষমতাসীন ছাত্রসংগঠন সিট বাণিজ্য, চাঁদাবাজি, নির্যাতন, ভিন্নমত দমন করে একটা নৈরাজ্য তৈরি করে রেখেছিল।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের পরবর্তীতেও বিভাজন, লেজুড়বৃত্তিক রাজনীতির আগ্রাসে আবারও আগের সেই পরিস্থিতি তৈরি হওয়ার সংশয় থেকে যায়। এই চিন্তাকে সামনে রেখে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলের সাধারণ শিক্ষার্থীরা মিলে একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করেছি আমরা।’