ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা, ১৫ বছরের চুক্তি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১২:০৫ এএম
ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড (IBPL) আফগানিস্তানে ওষুধ রপ্তানির লক্ষ্যে ১৫ বছরের একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। ছবি- সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড (IBPL) আফগানিস্তানে ওষুধ রপ্তানির লক্ষ্যে ১৫ বছরের একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে।

এই দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে।

সম্প্রতি ঢাকায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই চুক্তিপত্রে সই করেন ইন্দো-বাংলা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম অনোয়ারুল হক এবং সালার ইউসুফজাই ফার্মার সিইও মুহাম্মদ কাসাম হ্যায়ার। 

এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

চুক্তি অনুযায়ী, ইন্দো-বাংলা ফার্মা তাদের উৎপাদিত মানসম্পন্ন ওষুধ সরবরাহ করবে এবং সালার ইউসুফজাই ফার্মা আফগানিস্তানে একমাত্র ও চূড়ান্ত পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে। অন্য কোনো কোম্পানি তাদের অনুমতি ছাড়া বাজারে প্রবেশ করতে পারবে না।

প্রথম শিপমেন্টে আনুমানিক ১.৫ লাখ ডলার এবং দ্বিতীয় শিপমেন্টে প্রায় ২.৮০ লাখ ডলারের ওষুধ রপ্তানি করা হবে।

অর্থ প্রদানের ক্ষেত্রে ক্রেতা প্রতিষ্ঠানকে প্রথমে ৪০ শতাংশ অগ্রিম দিতে হবে এবং বাকি ৬০ শতাংশ শিপমেন্টের ১৫ দিন আগে পরিশোধ করতে হবে। পণ্য পরিবহন হবে ফোব (Free on Board) ভিত্তিতে, চট্টগ্রাম বন্দর থেকে সমুদ্র বা আকাশপথে।

চুক্তির অন্যান্য উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে—পণ্যের মান নিশ্চিত করা, নির্ধারিত শেলফ লাইফ বজায় রাখা, ক্ষতিগ্রস্ত পণ্যের প্রতিস্থাপন এবং পরিবহন সংক্রান্ত দায়িত্ব পালন। 

এ ছাড়া, চুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণে প্রতি তিন মাস অন্তর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হবে। চুক্তিতে কোনো সংশোধনী আনতে হলে উভয় পক্ষের লিখিত সম্মতি প্রয়োজন হবে। পুরো চুক্তি বাংলাদেশ ও আফগানিস্তানের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

এই উদ্যোগকে দেশের ওষুধ শিল্প ও অর্থনীতির জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এতে একদিকে ইন্দো-বাংলা ফার্মার বৈদেশিক বাজার সম্প্রসারণ হবে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন দ্বার উন্মোচিত হবে। 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-আফগানিস্তান বাণিজ্যিক সম্পর্কে নতুন দিগন্ত সূচিত হবে।

এদিকে, ইন্দো-বাংলা ফার্মার পাশাপাশি কম্বোডিয়া ও ভিয়েতনামেও বাংলাদেশের ওষুধ রপ্তানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।