ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

এশিয়া কাপেও আছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩৪ এএম

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী  ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং।

এই টুর্নামেন্টে এখনো কোনো দল ঘোষণা করা হয়নি। বাংলাদেশের দল ঘোষণা করতে এখনো বেশ দেরি। তবে এশিয়া কাপের দলে সাকিব আল হাসানের থাকার কোনো সম্ভাবনাই নেই।

তার পরও এশিয়া কাপে সাকিব না থেকেও যেন আছেন! আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভের বিজ্ঞাপনে সাকিবের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়, সবচেয়ে বড় স্টার।

সনি লিভ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত রাতে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে।

সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুতির অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জসপ্রীত বুমরাদেরও দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব-বুমরা-গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা। গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করে। তাতেই বেজে উঠেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা।

 টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত পড়েছে ‘এ’ গ্রুপে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং পড়েছে ‘বি’ গ্রুপে। হংকংয়ের পর গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটা মাঠে গড়াবে ১৬ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। যেখানে দুটি গ্রুপের শীর্ষ দুই দল করে মোট চারটি দল খেলবে। সুপার ফোর থেকে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।