ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

দুই বছর ধরে বাবার শিকলে বন্দি লিজা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩০ এএম

জয়পুরহাটের আক্কেলপুরে দুই বছরের বেশি সময় ধরে বাবা তার ছোট মেয়ে লিজাকে (১৯) গৃহবন্দী করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছোট মেয়ে লিজা দীর্ঘ সময় ধরে বাবা এনামুলের (৪৮) স্বেচ্ছাচারিতা ও নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবেশীরা জানান, মেয়েটিকে বাড়ির সব দরজা-জানালা বন্ধ করে, তালাবদ্ধ করে রাখা হয়। তার ঘরে মাত্র একটি ছোট ফ্যান ও একটি বাতি রয়েছে। সেখানে কোনো বৈদ্যুতিক সুবিধাও নেই।

স্থানীয়রা অভিযোগ করেন, মেয়েকে কারো সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয় না, মাঝে মাঝে চেতনানাশক ইনজেকশনসহ বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এমনকি তার চুল কেটে ন্যাড়া করে রাখা হয়েছে। এ কারণে মেয়েটি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

এনামুল দীর্ঘদিন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রকল্পে মাস্টার রোলে চাকরি করতেন। ৮-১০ বছর আগে তার প্রথম স্ত্রী আত্মহত্যা করেন। এরপর বড় মেয়ে লিমা বাবার অমতে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। দ্বিতীয় বিয়ে করে এনামুল ছোট মেয়ে লিজাকে নিয়ে থাকেন। প্রতিদিন সকালে গ্রামের বাড়িতে যাওয়ার আগে বাড়িতে তালা লাগিয়ে মেয়েকে আটকে রাখেন বলে অভিযোগ।

প্রতিবেশী দীপুর স্ত্রী মোছা. রিভা বলেন, ‘লিজা খুব মেধাবী ছাত্রী ছিল। কিন্তু বাবার গৃহবন্দী রাখার কারণে তার জীবন নষ্ট হচ্ছে।’ অন্য এক প্রতিবেশী জনি বলেন, ‘মেয়েটি প্রায় পাগল হওয়ার উপক্রম, দ্রুত তার চিকিৎসা প্রয়োজন।’
অভিযুক্ত বাবা এনামুল দাবি করেছেন, তিনি মেয়েকে কখনো নির্যাতন করেননি এবং তালা দিয়ে রাখার কারণ ছিল তার পর্দাশীলতা রক্ষা করা।

আক্কেলপুর থানার এসআই গনেশ চন্দ্র জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মেয়ের দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা মেয়েটির দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।