১৮ জন মানুষকে এলোপাথাড়ি কুপিয়েছেন ৩৯ বছর বয়সী এক নারী। ঘটনাটি ঘটেছে জার্মানির প্রধান বিমানবন্দর শহর হামবুর্গে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৩ মে) হামবুর্গ পুলিশ সিএনএনকে জানায়, অভিযুক্ত সেই নারী একাই হামলা চালিয়েছে। তাকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার (২৪ মে) তাকে আদালতে হাজির করা হবে।
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার দোবরিন্দ এ ঘটনায় আহত ও তাদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পুলিশ ও জরুপি পরিষেবা কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তারা।
গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে হামবুর্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজ সকালের দিকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে, অর্থাৎ সামনে যাকেই পেয়েছেন, তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপরে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।’
হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করেনি হামবুর্গ পুলিশ। সংবাদমাধ্যম সিএনএনের জার্মান শাখা আরটিএলকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, অভিযুক্ত নারী জার্মান নাগরিক এবং হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।