ইসলামের সবচেয়ে মহান ইবাদত নামাজ। নামাজের জন্য আজান ও ইকামত জরুরি। আজানই মুসলমানদের নামাজের কথা মনে করিয়ে দেন। ইসলামের ফরজ বিধান নামাজ আদায়ের জন্য বিশেষ আহ্বানকে আজান বলা হয়। দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন। আর ইকামত দিয়েই নামাজ আদায় করতে হয়। এজন্য ইকামতের শব্দ ও ইকামত দেয়ার নিয়ম সম্পর্কে জানা আবশ্যক।
আজানের বাক্যগুলো
আল্লাহু আকবার ৪ বার
আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ২ বার
আশহাদু আন্না মোহাম্মাদার রাসুলুল্লাহ ২ বার
হাইয়া আল্লাস সালাহ ২ বার
হাইয়া আলাল ফালাহ ২ বার
আবার ‘আল্লাহু আকবার’ ২ বার এবং সবশেষে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ১ বার উচ্চারিত হয়।
ফজরের নামাজের আজানে ‘হাইয়া আলাল ফালাহ’র পর ‘আস সালাতু খাইরুম মিনাননাউম’ অর্থ: ঘুম অপেক্ষা নামাজ উত্তম’ ২ বার বলা হয়।
আজানের বাংলা অর্থ
আল্লাহ মহান
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই’
আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল’
নামাজের জন্য আসো
কল্যাণের জন্য আসো’
আল্লাহ মহান
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই’
আজানের শব্দাবলিই ইকামাতের শব্দ। তবে পার্থক্য আছে কিছুটা। আজানের শব্দগুলো যেখানে দুইবার, ইকামাতের ক্ষেত্রে সেখানে বলবে একবার করে বলা যায়। তবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দুইবার করে প্রচলন রয়েছে। ইকামতে আজানের মতো এ শব্দগুলো দুইবার বলবে (আবু দাউদ ৫০১, ৫০২, নাসাঈ ৬৩৩)
আল্লা-হু আকবার -আল্লা-হু আকবার ২ বার বলবে। আশহাদু আল্ লা ইলা-হা ইল্লাল্লাহ - ২ বার বলবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ -২ বার বলবে। হাইয়্যা আলাস্ সলা-হ - ২ বার বলবে। হাইয়্যা আলাল ফালা-হ - ২ বার বলবে। কাদ কা-মাতিস্ সলাহ ২ বার বলবে। আল্লা-হু আকবার - আল্লা-হু আকবার - ২ বার বলবে। লা-ইলা-হা ইল্লাল্লাহ একবার বলবে।
ইকামাতের কি জবাব দিতে হয়?
কেউ চাইলে দিতে পারে। জবাব দিলে ইকামাতের শব্দগুলোই হুবহু বলবে। (আবু দাউদের ৫২৮) ‘কাদ কামাতিস্ সলাহ’ বললে এর জবাবে তোমরা বলবে ‘আকা-মাহুল্লাহু অ-আদা-মাহা। (ইরওয়াওল গালিল ২৪১)।
জামাতের জন্য মুসল্লিরা কখন দাঁড়াবে?
ইকামাত দেয়ার সাথে সাথে উঠে দাঁড়াবে। কেউ কেউ দাঁড়ায় (কাদ কা-মাতিস্ সলাহ) বলার পর। এটি ঠিক নয়। তবে ইকামাতের শুরুতে, মাঝে ও শেষেও দাঁড়ানো জায়েজ। ইকামাত হয়ে যাওয়ার পর কাতারের বিষয়ে কথা বলা যায়। কিন্তু সে সময় দুনিয়াবী কোনো কথা বলা বৈধ নয়।
ইমাম কখন তাকবিরে তাহরিমা বাঁধবে?
ইকামাত শেষ হওয়ার পরপরই ইমাম আল্লাহু আকবার বলে হাত বাঁধবে।
ইকামাত কে দেবে?
ইমাম বা মুক্তাদি যে কেউ ইকামাত দিতে পারে। যে লোক আজান দিবে ইকামাত তারই হক। এটা যে কারো জন্য বৈধ। তবে ইমাম উপস্থিত হওয়ার আগে ইকামাত দেয়া বৈধ নয়।