চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে ‘অবিচ্ছিন্ন রাজনৈতিক প্রভাবের ফল’ হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।’
বৃহস্পতিবার (১ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই জামিন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের অভ্যন্তরে অন্যায় হস্তক্ষেপ করার চেষ্টা করেছে।’
হাসনাত লেখেন, ‘চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো?’
উল্লেখ্য, চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের হওয়া মামলায় সম্প্রতি হাইকোর্ট জামিন মঞ্জুর করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।
আপনার মতামত লিখুন :