‘ইউনুস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক।’ কথাগুলো বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প এও বলেন, ‘বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ইউনূস।’
এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
‘আমার দেশ’ নামে একটি ফেসবুক আইডিতে প্রথম ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিও পোস্টটি শেয়ার করেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও।

তবে কিছুক্ষণের মধ্য সেটি ডিলেট করে দেন তিনি।
এরমধ্যেই ভিডিওটি আসল কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা।
তবে ভিডিওটি আসল কিনা তা তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করতে পারেনি রূপালী বাংলাদেশ।
তবে অনেকেই বলছেন, ‘ভিডিওটি নকল।’
কেউ কেউ বলছেন, ‘ভিডিওটি এআই দিয়ে তৈরি।’
এদিকে রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, ডোনাল্ড ট্রাম্প ড. ইউনূসের প্রশংসা করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া।
রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকের মাধ্যমে উঠে আসে, মূলত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পের ভিন্ন বক্তব্যের ভিডিও প্রযুক্তির সহায়তায় বিকৃত করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
গত ৩০ এপ্রিল ফক্স নিউজের ফেসবুক পেজে মূল ভিডিওটি পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :