ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নেশার টাকা চাওয়ায় ছোট ভাইকে পিটিয়ে মারলেন বড় ভাই

মাকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:৩৭ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে মাদকাসক্ত যুবক মো. নূরুল আমীন (১৯)-কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই বনি আমীনের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ মা হেলেনা বেগমকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। 

নিহত নূরুল আমীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি নেশার জন্য পারিবারিক সম্পদ বিক্রি করতেন এবং প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

নিহতের বাবা মো. শাহজাহান জানান, তারা দুই দফায় ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন, যা বড় ছেলে বনি আমীনের সৌদি প্রবাসী আয় থেকে পরিশোধ করা হয়। তবে নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসেই তিনি পুনরায় মাদক সেবন শুরু করেন।

শুক্রবার সকালে নূরুল আমীন তার বাবার কাছে মাদক কেনার জন্য ২ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি বাড়িতে ভাঙচুর শুরু করেন। ভয়ে তার বাবা বাড়ি ছেড়ে চলে যান। এরপর তিনি তার মায়ের কাছে টাকা চান ও গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় ভাই বনি আমীন এসে তাকে মারধর করেন। পরে মা ও ছেলে মিলে নূরুলকে ঘরের মধ্যে আটকে রাখেন। দুপুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় এলাকাবাসী জানান, নিহত নূরুল আমীন এলাকায় একজন মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন। নেশা না পেলে তিনি বাড়ির লোকজন এবং প্রতিবেশীদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন। পরিবার ও প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে তার আচরণে অতিষ্ঠ ছিলেন।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মা হেলেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।’