ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন গোলাম পরওয়ার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:১৮ পিএম
ছবি -সংগৃহীত

সাময়িক দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আজকের সমাবেশের কারণে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ হচ্ছে তার জন্য দুঃখপ্রকাশ করেছি।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সংবাদ মাধ্যমকে এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের কথায় সাড়া দিয়ে বানের পানির মতো ছুটেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ফজরের নামাজ পড়েই সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, ঢাকার আবদুল্লাহ পুর, গাজীপুরসহ বিভিন্ন সড়ক দিয়ে মিছিল নিয়ে ঢুকছে জনতা। অনেক জায়গায় গাড়ি ঢুকছে না তাই মিছিল নিয়ে হেঁটেই সমাবেশে আসছেন।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার দুপুর ২টায় সমাবেশের মূল পর্ব শুরু হবে। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। 

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন। এ ছাড়া নহদনগর ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান।