ইনজুরি কাটিয়ে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের জন্য ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আরলিং হালান্ড প্রস্তুত বলে জানিয়েছেন পেপ গার্দিওলা।
বোর্নমাউথের বিপক্ষে এফএ কাপের ম্যাচে গোড়ালির চোটে পড়ার পর মার্চ মাস থেকে মাঠের বাইরে ছিলেন এই নরওয়েজিয়ান তারকা।
তবে, এই মাসের শেষের দিকে এফএ কাপের ফাইনালে খেলার জন্য তিনি পুরোপুরি ফিট হয়ে উঠছেন।
গত সপ্তাহে উলভসের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হালান্ডকে বেঞ্চে দেখা গেলেও, সাউদাম্পটনের বিরুদ্ধে আজ শনিবারের (বাংলাদেশ সময় নাত ৮ টা) ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
গার্দিওলা বলেন, ‘সে প্রস্তুত, সে ফিট। সে শুরু করবে কিনা, তা দেখা যাবে।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার, যা সিটির খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। তবে, দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন হালান্ড।
তিনি মনে করেন, টানা চারটি লিগ শিরোপা জয়ের পর দলের মধ্যে ‘জয়ের ক্ষুধা’ কমে গিয়েছিল।
হালান্ডের এই মন্তব্যের বিষয়ে গার্দিওলা বলেন, ‘যদি এটি এরলিংয়ের অনুভূতি হয়, তাহলে খেলোয়াড়দের একে অপরের সাথে কথা বলা উচিত এবং নিজেদের জিজ্ঞাসা করা উচিত কেন।’
সাউদাম্পটনের ম্যাচের পর সিটি আগামী ১৭ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। এবং এরপর বোর্নমাউথ ও ফুলহ্যামের বিপক্ষে লিগের শেষ দুটি ম্যাচ খেলবে।
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করার জন্য শেষ কয়েকটি ম্যাচ সিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :