যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ভারত। শনিবার (১০ মে) রাতে এক্স হ্যান্ডেলে এ দাবি করেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির।
ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর নয়াদিল্লি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। সোশ্যাল হ্যান্ডেলে পাক সেনাপ্রধান বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাহাওয়ালপুরে ড্রোন হামলা চালানো হয়েছে। ঝাঙ্গিওয়ালা পাশে অবস্থিত বাহাওয়ালপুর।’
এর আগে, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র এক ঘণ্টা পর কাশ্মীরের রাজধানী শ্রীনগরে হামলার কথা জানান মুখমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে!’
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে ওমর আব্দুল্লাহ লেখেন, ‘এটা কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সবেমাত্র খুলে গেছে।’ সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :