ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার (১১ মে) ভারতের অরুণাচল স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের আক্ষেপ নিয়ে খেলতে নামা লাল-সবুজের প্রতিনিধিরা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। বাংলাদেশের যুবাদের একের পর এক আক্রমণে পর্যুদস্ত হয় ভুটানের রক্ষণভাগ।
ম্যাচের ১৩তম মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড মুর্শেদ আলি। তার বা পায়ের জোড়ালো শট ভুটান গোলরক্ষকের পক্ষে ঠেকানো হয়নি। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এই গোলেও অবশ্য কৃতিত্ব ছিলো মুর্শেদ আলির। ডান দিক থেকে মুর্শেদের ক্রস থেকে গোল করেন সুমন সারেন।
বিরতি থেকে ফিরে ধীরস্থির শুরু করে বাংলাদেশ। এসময় গোল করার থেকে গোল আটকানোতে বেশি মনোযোগ দেয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
তবে রক্ষণাত্মক ফুটবল খেললেও পাল্টা আক্রমণে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে মুর্শেদ-সুমনরা। ৮০তম মিনিটে দারুণ এক সুযোগ মিস করেন নাজমুল হুদা ফয়সাল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আগেরবারের মতো ভুল করেননি ফয়সাল। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মুর্শেদের ক্রস নিখুঁত ট্যাপে জালে জড়িয়ে দেন অধিনায়ক।
গ্রুপ পর্বে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অবশ্য গোলাম রব্বানী ছোটনের দলের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে মঙ্গলবার মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। এখনও পয়েন্ট পায়নি ভুটান।
আপনার মতামত লিখুন :