কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় শিশুদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।
নিখোঁজ হওয়া ইব্রাহিম (১২) ও ইমরান হোসেন (৮) আপন দুই ভাই।
জানা যায়, ওই দুই ভাই শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
আজ সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে একই উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় ওই দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :