লা-লিগায় মৌসুমের শেষ ‘এল ক্লাসিকোর’ প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোলে ৪-২ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় কাতালানরা।
রোববার (১১ মে) ঘরের মাঠে পয়েন্ট না হারালেই শিরোপা আরও কাছে চলে যাবে এমন সমীকরণে রিয়ালের মুখোমুখি হয় বার্সা।
যদিও এস্তিয়াদ অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেই মুদ্রার ওপিঠ দেখে ফেলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৫ম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
এর মিনিট দশেক পরে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে গোল করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে পড়ে খেই হারায়নি বার্সেলোনা। গোল করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের ১৯তম মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান এরিক গার্সিয়া। কর্নার থেকে ভেসে আসা বল জালে জড়ান তিনি।
এরপর পাল্টে যায় খেলার দৃশ্যপট। মাঠে দেখা যায় এক আত্মবিশ্বাসী বার্সাকে। ৩২ মিনিটে ম্যাচে সমতা ফেরে বার্সা। বক্সের ভেতর থেকে বাঁকানো ট্রেডমার্ক শটে গোল করেন ইয়ামাল।
এই গোলের রেশ কাটার আগেই অলিম্পিক স্টেডিয়ামকে উল্লাসে মাতিয়ে ব্যবধান ৩–২ করেন রাফিনিয়া। তারা নেয়া শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না থিবো কর্তোয়ার।
প্রথমার্ধে শেষদিকে বার্সার ডি-বক্সে দারুণ এক বল পেয়ে যান এমবাপ্পে। তবে তিনি তা কাজে লাগাতে পারেননি। কিন্তু রেফারি টিকই পেনাল্টি দেন। যদিও শেষ পর্যন্ত ভিএআরে তা বাতিল হয়।
রিয়াল সমতায় না ফিরতে পারলেও আরও একবার ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। ৪৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করেন রাফিনিয়া।
আপনার মতামত লিখুন :