মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১১:০৪ পিএম

সাগরিকার ৪ গোলে সাফ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১১:০৪ পিএম

জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ছবি- সংগৃহীত

জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখল বাংলাদেশ। সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল।

ম্যাচের সবগুলো গোলই এসেছে একক নায়িকা মোসাম্মৎ সাগরিকার পা থেকে।

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাগরিকা যেন ফিরে এসে ঝড় তুললেন। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিকসহ করলেন চার গোল। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় হ্যাটট্রিক। সব মিলিয়ে মাত্র তিন ম্যাচে করেছেন ৮ গোল।

ম্যাচ শুরুর আগে দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। এরপর শুরু হয় ‘অলিখিত ফাইনাল’।

ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু এমন সমীকরণে মাঠে নামা দলটি আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শুরু থেকেই।

মাত্র ৮ মিনিটেই গোল উৎসবের সূচনা করেন সাগরিকা। মাঝমাঠ থেকে থ্রু পাস পেয়ে কোনাকুনি শটে নেপাল গোলরক্ষককে পরাস্ত করেন।

এরপর ৫২ মিনিটে দ্বিতীয় গোলে এবং ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচের ৭৬ মিনিটে মুনকি আক্তারের পাস থেকে নিজের চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন সাগরিকা।

নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরিকা

টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা। তবে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লাল কার্ডের কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মাঠে নেমেই আবারও দেখালেন তার গোল করার দক্ষতা।

শুধু গোলই নয়, মাঠজুড়ে ছিল তার সরব উপস্থিতি। ৫১ মিনিটে উমেলা মারমার পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন তিনি। ৫৮ মিনিটে জয়নব বিবির লম্বা বল ধরে হ্যাটট্রিক পূর্ণ করেন। আর ৭৭ মিনিটে পূর্ণ করেন নিজের ‘কোয়ার্ড্রুপল’।

দুর্দান্ত বাংলাদেশ

ছয় ম্যাচে শতভাগ জয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান নেয় তারা। দ্বিতীয় স্থানে থাকা নেপালের সংগ্রহ ১২ পয়েন্ট।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার (অধিনায়ক), নবীরন খাতুন, জয়নব বিবি রিতা, স্বপ্না রানী, ঐশি খাতুন, মোসাম্মৎ সাগরিকা, উমেলা মারমা, মুনকি আক্তার, পূজা দাস ও শান্তি মার্ডি।

ছয় আসরের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন

২০১৮ সালে প্রথমবার শিরোপা জয়ের পর এখন পর্যন্ত ছয় আসরের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুধুমাত্র ২০২২ সালে ভারতের মাটিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ভারত।

নারী ফুটবলে ধারাবাহিকতা ধরে রাখতে এ জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বড়দের পর এবার অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা আবারও প্রমাণ করল, বাংলাদেশ এখন নারী ফুটবলের উদীয়মান শক্তি।

Shera Lather
Link copied!