সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর টাইগাররা এখন দারুণ আত্মবিশ্বাসী।
এই ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে ডাচদের জন্য এই ম্যাচটি 'ডু অর ডাই'।
প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ব্যাট, বল আর ফিল্ডিং—তিন বিভাগেই তারা ডাচদের চেয়ে অনেক এগিয়ে ছিল।
বিশেষ করে, দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসান তার ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস দিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন।
এছাড়া, অধিনায়ক লিটন দাসের চমৎকার ফিফটি দলকে সাহস জোগাচ্ছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটিটাও বেশ জমে উঠেছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে না থাকলেও এই ম্যাচে দলে আসতে পারেন নুরুল হাসান সোহান। তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়। বোলিংয়ে স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।
পেস আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। তিন পেসারের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে তানজিম হাসান সাকিবকে একাদশে ফেরানো হতে পারে।
সিলেটের উইকেট বরাবরই ব্যাটিং-বান্ধব। তাই এই ম্যাচেও বড় স্কোরের আশা করা যায়। প্রথম ম্যাচের জয়ে ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। সাইফের দারুণ ব্যাটিং এবং লিটনের রানের ফেরা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব/তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন