এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে তারা।
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আইসিসির কঠোর অবস্থানের কারণে এবং আর্থিক ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
ঘটনার সূত্রপাত হয় গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে। কিন্তু মাঠের খেলার বাইরেও ম্যাচটি আলোচনায় আসে হাত না মেলানো বিতর্কে।
ম্যাচের টসের আগে এবং পরে ভারতীয় ক্রিকেটাররা, বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদব, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি।
এই ঘটনার জন্য পিসিবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করে। তাদের অভিযোগ ছিল, পাইক্রফট ভারতের পক্ষ নিয়েছেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেননি। তাই তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে পাইক্রফটকে অপসারণের দাবি জানায়।
তবে আইসিসি পাকিস্তানের এই দাবিকে অমূলক বলে প্রত্যাখ্যান করে। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় যে তারা পাইক্রফটের বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্বের প্রমাণ পায়নি এবং তাকে দায়িত্ব থেকে সরানো হবে না।
আইসিসির এই অবস্থানের পর নিশ্চিত হয়ে যায় যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচেও রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট।
আইসিসির দাবি নাকচ করার পাশাপাশি আর্থিক দিক বিবেচনা করে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে। কারণ ম্যাচ বয়কট করলে আইসিসির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা আসার সম্ভাবনা থাকত, যা পিসিবির বর্তমান ভঙ্গুর আর্থিক অবস্থাকে আরও দুর্বল করে দিত।
পিসিবির একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, পাকিস্তান এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে, এটা খুবই অসম্ভব। কারণ জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি আমাদের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে, যা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আমাদের বোর্ড আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কারণ আমরা আমাদের সব স্টেডিয়াম সংস্কার করেছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন