আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন সময়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে হঠাৎ মারা গেছেন।
ঘটনাটি ঘটে আবুধাবিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের শেষ দিকে। টেলিভিশনে ম্যাচটি দেখছিলেন সুরঙ্গা ভেল্লালাগে। শেষ ওভারে আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী দুনিথ ভেল্লালাগের বলে টানা পাঁচটি ছক্কা মারলে সুরঙ্গা তীব্র বুকে ব্যথা অনুভব করেন।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি বলে জানায় লঙ্কাসারা.কম।
এই মর্মান্তিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লঙ্কান ক্রিকেট মহলে। সতীর্থ ক্রিকেটাররাও এই খবর শুনে গভীরভাবে শোকাহত। দুনিথকে শ্রীলঙ্কার ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হয়। বাবার অকাল মৃত্যু তার মানসিক শক্তির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।
তবে এই শোকের মাঝেও শ্রীলঙ্কা দল ম্যাচটিতে জয় পেয়েছে। আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তারা ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে টপকে যায়।
উল্লেখ্য, সুরঙ্গা ভেল্লালাগে নিজেও একজন ক্রিকেটার ছিলেন। ১৯৮০-এর দশকে তিনি প্রিন্স অব ওয়েলস কলেজের অধিনায়কত্ব করেছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন