এবার সাকিব আল হাসানের একটা রেকর্ড নিজের করে নিলেন মোস্তাফিজুর রহমান। বনে গেলেন আইপিএল ইতিহাসে বাংলাদেশের ‘সেরা বোলার’।
চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। গতরাত শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামেন তিনি। যেখানে বেশ আলো কেড়ে নিয়েছেন এই বাঁ হাতি। ৩৩ রানে নেন ৩ উইকেট।
তাতেই মোস্তাফিজ বনে গেছেন আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। জয়পুরের মানসিং স্টেডিয়ামে ৩ উইকেট নেওয়ার পথে পেছনে ফেলেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
৯ মৌসুম আইপিএলে খেলে ৭০ ইনিংসে ৬৩ উইকেট নিয়েছিলেন সাকিব। যা এতদিন বাংলাদেশিদের মাঝে সর্বোচ্চ ছিল। নিজের ৬০তম আইপিএল ম্যাচ খেলে সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ ।
নিজের প্রথম ওভারেই পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্যকে ট্রিস্টান স্টাবসের ক্যাচ বানিয়ে বসেন সাকিবের পাশে। এরপর ইনিংসের ১৬তম ওভারে শশাঙ্ক সিংকে ফিরিয়ে সাকিবকে পেছনে ফেলে দেন।
এরপর অবশ্য আরও একটা উইকেট পেয়েছেন মোস্তাফিজ। নিজের শেষ ওভারে ফেরান মার্কো জানসেনকে। তাতে ৬০ ইনিংস শেষে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৬৫।
উল্লেখ্য, মোস্তাফিজের রেকর্ডের ম্যাচে জয় পেয়েছে তার দল দিল্লি ক্যাপিটালসও। পাঞ্জাব কিংসের ৮ উইকেটে করা ২০৬ রান ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় দিল্লি।
তাতে প্লে অফ থেকে বাদ পড়লেও পঞ্চম হয়ে এবারের আইপিএল শেষ করল মোস্তাফিজের দল। তাতে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে শেষ হলো মোস্তাফিজের এবারের আইপিএল অধ্যায়। আজ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আপনার মতামত লিখুন :