সোমবার, ২৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৮:২৬ এএম

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৮:২৬ এএম

মোস্তাফিজুর রহমান।       ছবি- সংগৃহীত

মোস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন  মোস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে এই চোট পান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। মোস্তাফিজের অনুপস্থিতিতে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ, যিনি সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং করে নজর কাড়েন।

ঘটনার শুরু পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে। বোলিংয়ের সময় একটি রিটার্ন ক্যাচ নেওয়ার চেষ্টা করেন মোস্তাফিজ। তখনই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। আশঙ্কাজনক মনে না হলেও পরে স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ক্লিপ ফ্র্যাকচার। তবুও সে ম্যাচে নিজের কোটা পূর্ণ করেন ‘কাটার মাস্টার’।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, আইপিএলে শেষ ম্যাচে বোলিংয়ের সময় মুস্তাফিজুর রহমান বাঁ হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচারে আক্রান্ত হন। এই চোট থেকে সেরে উঠতে তাকে কিছুদিন বিশ্রাম ও রিহ্যাব করতে হবে।

তিনি আরও জানান, আমাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর স্ক্যান ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এদিকে, মোস্তাফিজের বদলি হিসেবে ডাক পাওয়া খালেদ আহমেদের জন্য এটি নিজেকে প্রমাণের দারুণ সুযোগ। জাতীয় দলে ফেরার জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছিলেন তিনি।

পাকিস্তান সিরিজকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ যেমন চড়ছে, ঠিক তেমনি মোস্তাফিজকে হারানোতে বাড়ছে টিম ম্যানেজমেন্টের চিন্তাও। এখন দেখার, খালেদের হাত ধরে কী পাওয়া যায় কাঙ্ক্ষিত জবাব!

রূপালী বাংলাদেশ

Link copied!