ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে বাংলার মেয়েরা।
দলের জয়ে হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সুরভী আকন্দ প্রীতি। বাকি গোলটি এসেছে থৈনু মারমার পা থেকে।
এই জয়ের ফলে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা টুর্নামেন্টে বাংলাদেশের পয়েন্ট ৪ ম্যাচে ৯। টুর্নামেন্টের প্রথম লেগেও নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল।
এ দিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে নেপালের ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন থৈনু মারমা। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি।
প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে একটি গোল শোধ করে নেপাল। কর্নার থেকে আসা বলে গোল করে তারা।
দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ করলেও বাংলাদেশের মেয়েরা তাদের কোনো সুযোগ দেয়নি। উল্টো ম্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন প্রীতি।
কর্নার থেকে আসা বলে বক্সে ফাঁকা জায়গায় পেয়ে সহজেই তিনি বল জালে পাঠান। এর নয় মিনিট পরেই প্রীতি তার হ্যাটট্রিক পূর্ণ করেন।
ম্যাচের শেষদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশ দলের কোচ শেষদিকে গোলরক্ষক ইয়ারজানকে উঠিয়ে মেঘলাকে নামালেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।
আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শিরোপা জিততে হলে বাংলাদেশের মেয়েদের এই ম্যাচটি জিততেই হবে। টুর্নামেন্টের প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন