নেপালের বিরুদ্ধে প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সুযোগ পাননি কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। দীর্ঘ ভ্রমণের পর মাত্র এক সেশন অনুশীলন করার কারণে কোচ হাভিয়ের কাবরেরা তাকে একাদশে রাখেননি।
তবে দলের হয়ে মাঠে নামবেন লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী। কাবরেরা জানিয়েছেন, আজকের ম্যাচে তিনি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে একাদশের বাইরে ছয়জন বদলি খেলোয়াড় ব্যবহার করবেন।
জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা জুনিয়র
আক্রমণ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।


