ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০১:২২ পিএম
লাতিন বাংলা সুপার কাপ-২০২৫-এর বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের ও আর্জেন্টিনার ম্যাচ। ছবি- সংগৃহীত

লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল টুর্নামেন্ট শুরু থেকেই বিতর্কে পড়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সময় কিছু সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও অব্যবস্থাপনায় পড়ে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার ৫ ডিসেম্বর ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো এবং ৮ ডিসেম্বর আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লনের বিপক্ষে মাঠে নামে। তবে ১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ক্লাবের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, আয়োজক সংস্থা এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের দেওয়া শর্তগুলো লঙ্ঘন হয়েছে।

এর মধ্যে আছে – টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ ম্যাচের আগে জমা দেওয়া এবং খেলার পর মাঠ পরিষ্কার রাখা। এছাড়া স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের অর্থও নির্ধারিত সময়ে জমা হয়নি।

এনএসসি জানিয়েছে, পরিস্থিতি এতটাই নাজুক যে সাংবাদিকদের প্রতি আক্রমণ ঘটেছে এবং তাই আগামী ১১ ডিসেম্বরের ম্যাচ স্থগিত রাখা হয়েছে। আয়োজকদের ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে দুই ম্যাচের পুরো অর্থ ও হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ব্রাজিলের কিংবদন্তি কাফু ও আর্জেন্টিনার তারকা ক্লদিও কানিজিয়ার নাম ব্যবহার করে প্রচারণা। অনলাইন টিকিট বিক্রিতে ব্যাপক উন্মাদনা সৃষ্টির পরও শেষ পর্যন্ত কোনো তারকাই ঢাকায় আসেননি।