ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। দুই দেশের সামরিক টানাপোড়েনের ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে জনপ্রিয় দুই ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
স্থগিত ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংযুক্ত আরব আমিরাতে খেলা সরিয়ে নেওয়ার চিন্তা করলেও নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
তবে ভবিষ্যতে যাতে এমন এমন পরিস্থিতিতে না পড়তে হয় সেজন্য পিসিবিকে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।
ভবিষ্যতে এমন জটিলতায় বাংলাদেশের মাটিতে পিএসএল আয়োজনের কথা বলেছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘যদি নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলা সম্ভব না হয়, বাংলাদেশ হতে পারে একটি আদর্শ বিকল্প।’
কারণ হিসেবে তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ প্রবল এবং স্টেডিয়াম সবসময় দর্শকে পূর্ণ থাকে।’
এর আগে, গত গত ৮ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন হামলার পরপরই স্থগিত করা হয় করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ। এর পরদিন পুরো পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেয় পিসিবি।
একই সময়ে আইপিএলেও নিরাপত্তা হুমকি দেখা দেওয়ায় ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয় এবং আইপিএলের বাকি অংশ স্থগিত রাখা হয়।
প্রসঙ্গত, পিএসএলের এবারের মৌসুমে এখনো ৮টি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে লিগ পর্বের ৪টি, প্লে-অপের ৩টি এবং ফাইনাল ম্যাচ রয়েছে।
আপনার মতামত লিখুন :