সোমবার, ১২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০২:৫০ পিএম

এল ক্লাসিকোর পরিসংখ্যানে রিয়াল না বার্সা এগিয়ে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০২:৫০ পিএম

এল ক্লাসিকোর পরিসংখ্যানে রিয়াল না বার্সা এগিয়ে?

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লগো। ছবি-সংগৃহীত

ফুটবলের মাঠে ৯০ মিনিটের যুদ্ধ যেন কখনও রূপ নেয় দাবার ছকে। যেখানে প্রতিটি খেলোয়াড়ই যেন দাবার ঘুঁটির মতো পরিচালিত হন কোচের কৌশলে।

কখনও সেই ছক হয় কার্যকরী, জয়ের হাসি ফুটে ওঠে দলের মুখে। আবার কখনও কৌশলেই ঘটে বিপর্যয়, দল ডুবে যায় হারের হতাশায়।

ফুটবল মাঠে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া কোচদের জন্য একধরনের মানসিক যুদ্ধও বটে। ম্যাচের আগেই তৈরি করে ফেলেন পুরো পরিকল্পনা—কাকে কোথায় খেলাবেন, কোন মুহূর্তে বদলি নামাবেন, কোন খেলোয়াড়কে কৌশলগতভাবে ব্যবহার করবেন। 

কিন্তু বাস্তবতা মাঠে ঠিক তেমনই চলে না সবসময়। অনেক সময় প্রতিপক্ষের পরিকল্পনায় কৌশল ব্যর্থ হয়, আবার অনেক সময় খেলোয়াড়দের পারফরম্যান্স মিলেও চাপে পড়ে যায় কোচের কৌশল।

আজ রোববার রাত ৮.১৫ মিনেটে মৌসুমের শেষ ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। এই ম্যাচ জিতলে শিরোপা অবেকটাই নিশ্চিত করে ফেলবে বার্সা।  আর রিয়াল জিতলে জমে উঠবে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই।

তবে পরিসংখ্যানের দিক থেকে সাম্প্রতিক বছরগুলোতে খানিকটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

২০২৫ সালের মে পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৫৫টি এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ১০৪টি ম্যাচে, আর বার্সেলোনা জয় পেয়েছে ১০১টিতে। ড্র হয়েছে ৫০টির মতো ম্যাচ।

গোলের পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদের দখল আরও সুস্পষ্ট। তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৩০, যেখানে বার্সেলোনার গোল ৪২০। যদিও ব্যবধান খুব বেশি নয়, তবে রিয়ালের ধারাবাহিকতা এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।

বার্সেলোনা কি রিয়ালের বিপক্ষে  ঘুরে দাঁড়াবে?

ফুটবল সুপার স্টার লিওনেল মেসি যুগের অবসান, নতুন প্রজন্মের গঠন, আর বারবার কোচ পরিবর্তনের ধাক্কা সামলেও বার্সেলোনা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি ও আরাউজোদের নিয়ে নতুন করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তুলছে কাতালান ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের শক্তি কোথায়?

রিয়াল মাদ্রিদের স্কোয়াডে বর্তমানে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশ্রণ রয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, এমবাপ্পে, কামাভিঙ্গা ও ভলভার্দেদের মতো তরুণরা এখন দলের মূল ভরসা। আবার এমবাপ্পে ও লুকা মদ্রিচের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও এখনও নেতৃত্ব দিচ্ছেন মাঠে ও মাঠের বাইরে।

এদিকে, বার্সার ত্রয়ী লেভানদোস্কি (৪০), রাফিনিয়া (৩২) ও লামিন ইয়ামাল (১৫) মিলিয়ে করেছেন ৮৭ গোল। অন্যদিকে রিয়ালের এমবাপ্পে (৩৬), ভিনিসিয়ুস (২১) ও রোদ্রিগো (১৪) মিলে করেছেন ৭১ গোল।

বার্সা এবারে লা লিগায় করেছে ৯১ গোল, যা ২০১৬/১৭ মৌসুমের (১০১ গোল) পর দ্বিতীয় সর্বোচ্চ। রিয়াল মাদ্রিদ ৩৪ ম্যাচে মাত্র ২২টি গোল হজম করেছে, যা ২০১৮/১৯ মৌসুমের পর এই পর্যায়ে তাদের সবচেয়ে কম গোল হজমের রেকর্ড।

বার্সেলোনার সম্ভাব্য একাদশ

সেজনি , গার্সিয়া, কুবারসি, মার্তিনেস,মার্তিন , পেদ্রি, ডি ইয়ং, ইয়ামাল, ওলমো, রাফিনিয়া , তরেস।

রিয়ালের সম্ভাব্য একাদশ

কর্তোয়া, ভালভার্দে, অ্যাসেনসিও, চুয়ামেনি, গার্সিয়া , কাবায়োস, মদরিচ , গুলের, বেলিংহাম, ভিনিসিয়ুস , এমবাপ্পে।

এল ক্লাসিকো কখনোই শুধু পরিসংখ্যানের খেলা নয়। প্রতি ম্যাচেই নতুন ইতিহাস রচিত হয়। তবে সংখ্যার চোখে দেখলে আপাতত রিয়াল মাদ্রিদই এগিয়ে। 

রূপালী বাংলাদেশ

Link copied!