শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০২:৩১ পিএম

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০২:৩১ পিএম

বিক্ষোভের ছবি। সংগৃহীত

বিক্ষোভের ছবি। সংগৃহীত

সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেনাবাহিনীতে এমন সেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে প্রায় দুই লাখ কট্টর রক্ষণশীল (আল্ট্রা অর্থোডক্স) ইহুদি এই বিক্ষোভে নেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভকারীরা শহরের প্রায় সব প্রবেশপথ অবরোধ করেন। ‘মার্চ অব দ্য মিলিয়ন’ নামে পরিচিত এই বিশাল সমাবেশে হাড়েদি (অতি রক্ষণশীল ইহুদি) সম্প্রদায়ের প্রায় সব উপগোষ্ঠীর অংশগ্রহণ ছিল।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, প্রায় দুই লাখ পুরুষ এই বিক্ষোভে যোগ দেন, যারা ইসরায়েলি সেনাবাহিনীতে (আইডিএফ) যোগদানের বিরোধিতা করেন। ২০১৪ সালের পর এই প্রথমবার হাড়েদি সম্প্রদায়ের সব শাখা একত্রে এমন বিক্ষোভে অংশ নিল। বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে অন্তত দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার্থীরা, যারা ইয়েশিভা নামের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করেন, সেনাসেবা থেকে অব্যাহতি পেয়ে আসছেন। তবে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এখন সমাজের বিভিন্ন স্তর থেকে তাদের সেনাবাহিনীতে অংশগ্রহণের দাবি জোরালো হচ্ছে।

বিক্ষোভ ঘিরে জেরুজালেমজুড়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সেনাসেবা-বিরোধী বিক্ষোভগুলোর একটি। প্রায় ১৪ শতাংশ জনসংখ্যা নিয়ে হাড়েদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী একত্রিত হয় এই আন্দোলনে।

তাদের ঐক্যের মূল সূত্র হলো বাধ্যতামূলক সেনাসেবা সম্প্রসারণের বিরোধিতা এবং খসড়া এড়ানোর অভিযোগে শত শত হাড়েদি পুরুষের সাম্প্রতিক গ্রেফতারে ক্ষোভ।

রূপালী বাংলাদেশ

Link copied!