‘দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে কানে কম শুনতে হয়’
জুন ৩০, ২০২৫, ০৯:৩৬ পিএম
বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগনকে দেখে অনেকেই ভাবেন, ‘এরা বুঝি আদর্শ জুটি?’ কিন্তু কাজলের মতে, ‘আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।’
এ অকপট স্বীকারোক্তি যেন মুহূর্তেই এই জুটির প্রেমগাথা নিয়ে প্রচলিত চিরাচরিত ধারণাকে ভুল প্রমাণ করে দিল।
কাজল ও অজয়ের বিয়ের ছবি (১৯৯৯)- সংগৃহীত
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি যখন কাজল...