বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০২:১৫ পিএম

নতুন বছরে দর্শকের নজরে যে ১০ সিনেমা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০২:১৫ পিএম

নতুন বছরে দর্শকের নজরে যে ১০ সিনেমা

ছবি: সংগৃহীত

ফেলে আসা বছরে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলির মধ্যে কিছু সিনেমা যেমন বক্স অফিসে দাপট দেখিয়েছে, তেমনই কিছু সিনেমা আবার বক্স অফিসের তোয়াক্কা না করে সরাসরি দর্শকমনে প্রভাব বিস্তার করেছে। নতুন বছরে বলিউডে একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়। তার মধ্যে ১০টি প্রতীক্ষিত সিনেমাকে খুঁজে নেওয়া।

ইমার্জেন্সি
সিনেমার নাম ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এই সিনেমা শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে, এই মর্মে আদালতের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল। সেন্সর বোর্ডের সঙ্গেও সিনেমার ছাড়পত্র নিয়ে সমস্যা দেখা দেয়। অবশেষে স্থির হয়, ১৭ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

লাহোর ১৯৪৭
‘গদর ২’-এর সাফল্যের পর সানি দেওলকে নিয়ে বলিউডে নতুন করে ভাবতে শুরু করেছে। তার ফল এই সিনেমা। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে পিরিয়ড সিনেমা। সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিনতা। আমির খান প্রযোজিত সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষী। বক্স অফিসে সিনেমাটি একাধিক নজির গড়তে পারে বলেই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ।

ছাবা
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বড় পর্দায় আসবেন ভিকি কৌশল। পিরিয়ড সিনেমাতে এবার তার তরুপের তাস মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ। সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল বেড়েছে।

সিকন্দর
তার জীবনে বিপদ থাকলেও তিনি নিজের লক্ষ্যে অবিচল। বলে দিয়েছেন, ‘শুধু আমার ঘুরে দাঁড়ানোর অপক্ষা।’ সিকন্দর হয়ে বড় পর্দায় ফিরছেন সালমান খান। সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তা ভাইরাল। এআর মুরুগাদস পরিচালিত এই সিনেমাতে ভাইজানের সঙ্গে রোমান্স করবেন রাশমিা মান্দানা। ‘সিকন্দর’ মুক্তি পাবে মার্চ মাসে ঈদের সময়।

রেড ২
ছ’বছর পর সিক্যুয়েল আসছে। অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে অজয় দেবগন। আগের পর্বে সৌরভ শুক্লের সঙ্গে অজয় দেবগনের দ্বৈরথ দর্শকের পছন্দ হয়েছিল। কালো টাকা এবং লখনউয়ের প্রেক্ষাপটে তৈরি সিনেমা শেষ পর্যন্ত দর্শককে আসন ছাড়তে দেয়নি। যার সুফল মিলেছিল বক্স অফিসে। পরিচালক রাজকুমার গুপ্ত এবার অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। সিনেমাটি মুক্তি পাবে ১ মে।

হাউসফুল ৫
প্রত্যেক বছরের মতো চলতি বছরেও অক্ষয় কুমারের একাধিক সিনেমা মুক্তি পাওয়ার কথা। তবে তার মধ্যে ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। পঞ্চম পর্বে সবচেয়ে বড় আকারে সিনেমাটিকে ভেবেছেন প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। অক্ষয়ের কমেডিতে সঙ্গত করবেন একঝাঁক তারকা। রয়েছেন অভিষেক বচ্চন, ফরদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত সিনেমাটি ৬ জুন মুক্তি পাওয়ার কথা।

ওয়ার ২
২০১৯ সালে ‘ওয়ার’-এ কবীর চরিত্রটি হৃতিক রোশনকে অ্যাকশন হিরো হিসেবে নতুন ভাবে প্রতিষ্ঠা দেয়। নায়কের কাঁচাপাকা চুল, সুঠাম দেহ অনুরাগীদের মন জয় করে নেয়। সেই সিনেমার দ্বিতীয় পর্ব আসছে স্বাধীনতা দিবসে। এবার খল চরিত্রে জুনিয়র এনটি আর সিনেমার অন্যতম চমক হতে চলেছেন। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালকের আসনে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, সেটাই দেখার।

থামা
হরর কমেডি এখন দর্শকের পছন্দের তালিকায়। গত বছর বলিউডে ‘স্ত্রী ২’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এবার হরর কমেডিতে পা রাখতে চলেছেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। সিনেমার ঘোষণার পর থেকেই চর্চা শুরু হয়েছে। আদিত্য সরপোতদার পরিচালিত সিনেমাটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।

১২০ বাহাদুর
দীর্ঘ বিরতির পর পর্দায় ‌ফিরছেন ফারহান আখতার। ২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘তুফান’-এ বক্সারের চরিত্রের পর এবার তিনি সেনার ভূমিকায়। নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। সিনেমার প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার (এখন ‘রেচিংলা’) যুদ্ধ। সিনেমাটির শুটিং শুরু হয়েছে। রজনীশ ঘাই পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২১ নভেম্বর।

আলফা
যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ডে এই প্রথম কেন্দ্রে মহিলা চরিত্র। থাকছেন আলিয়া ভট্ট এবং শর্বরী ওয়াগ। খল চরিত্রে ববি দেওল সিনেমার অন্যতম আকর্ষণ। সিনেমার শুটিং শুরু হয়েছে গোপনে। শোনা যাচ্ছে, সিনেমাতে প্রযোজনা সংস্থার গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্য সিনেমার তারকারা ক্যামিয়ো চরিত্রে থাকতে পারেন। সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!