`জলবায়ু সুবিচার আমাদের অধিকার` দাবিতে পাথরঘাটায় ধর্মঘট
এপ্রিল ১১, ২০২৫, ০২:৫৮ পিএম
`জলবায়ু সুবিচার এখনই দরকার, বেঁচে থাকার অধিকার চাই জলবায়ু সুবিচার, জলবায়ু সুবিচার আমাদের অধিকার, ঋণ নয়, ক্ষতিপূরণ সহ ন্যায্যতা চাই, খাদ্য বস্ত্র বাসস্থান, জলবায়ুর সহনশীল কৃষিতেই হবে সমাধান` নানা স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা...