বরশিতে মাছের বদলে আগ্নেয়াস্ত্র
মার্চ ২৯, ২০২৫, ০৮:৪৮ এএম
নাটোর জেলা হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে ৪টা শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৮ মার্চ) বিকেলে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র হলো- চারটি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, “সকালে পুকুরে দুজন ছেলে...