শ্রদ্ধার সারল্যে ভরা মুখ, তৃপ্তির সাহসের বাড়াবাড়ি
জানুয়ারি ৮, ২০২৫, ০৯:১৮ পিএম
‘আশিকি’ সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল ১৯৯০ সালে। তাতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও আনু আগরওয়াল। ছবির জুটি ও গানও সাড়া ফেলেছিল। তবে ‘আশিকি ২’ মোড় ঘুরিয়েছিল বলিউডের। বহু বছর পরে বক্স অফিসে আলোড়ন ফেলেছিল এই নিখাদ প্রেমের কাহিনি।শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের রসায়নে মুগ্ধ হয়েছিল ২০১৩-র দর্শক। ছবির...