বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৮:৩৪ পিএম

ইমরান হাশমি কেন ফিরিয়ে দিয়েছিলেন ‘আশিকি ২’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৮:৩৪ পিএম

‘আশিকি ২’ সিনেমায় পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ইমরান হাশমি। ছবি- রূপালী বাংলাদেশ

‘আশিকি ২’ সিনেমায় পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ইমরান হাশমি। ছবি- রূপালী বাংলাদেশ

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ভারতীয় সিনেমা ‘আশিকি ২’। এটি একটি সাফল সিনেমা। এই সিনেমা শুধু শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরকে রাতারাতি তারকা বানায়নি, বরং প্রেম, সঙ্গীত এবং আবেগের অপূর্ব মেলবন্ধনে দর্শকদের মন জয় করেছিল।

তবে জানলে অবাক হবেন, এই ছবির মূল চরিত্র রাহুল জয়কারের জন্য পরিচালক মোহিত সুরির প্রথম পছন্দ ছিলেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি।

হাশমির যুক্তি

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘লাল্লনটপ’-এর একটি সাক্ষাৎকারে ইমরান নিজেই প্রকাশ করেছেন, কেন তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

ইমরান বলেন, ‘আশিকি এমন একটি ফ্র্যাঞ্চাইজি, যেখানে নতুন মুখ থাকা জরুরি। প্রথম ‘আশিকি’-তেও (১৯৯০) ছিলেন একেবারে নতুন অভিনেতা। আর আমি তখন  এরই মধ্যে একটা প্রতিষ্ঠিত ইমেজ নিয়ে হাজির হচ্ছিলাম। তাই মনে হয়েছিল, এই চরিত্রে নতুন কাউকে নেয়াই বেশি যুক্তিযুক্ত হবে। তাই নিজেই না বলেছিলাম।’

এই সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা আছে কি না, জানতে চাইলে এই অভিনেতা স্পষ্ট করে বলেন, ‘না, আমি একটুও অনুশোচনা করি না। তখন আমার কাছে সিদ্ধান্তটা একদম যৌক্তিক ছিল। হয়তো এখন অনেকেই ভাবেন আমি ভুল করেছি, কারণ ছবিটা দুর্দান্ত হিট  সিনেমা ছিল। কিন্তু আমি জানি, আমি এই ছবিতে আলাদা কিছু দিতে পারতাম না। ছবির সাফল্যের পেছনে বড় কারণ ছিল নতুন মুখের রিফ্রেশিং উপস্থিতি।’

মোহিত সুরি ও ইমরান হাশমির জুটি এর আগেও একাধিক হিট ছবি উপহার দিয়েছে বলিউডকে। যেমন- জেহের (২০০৫), কল্যুগ (২০০৫), আওয়ারাপন (২০০৭), মার্ডার ২ (২০১১) এবং হামারি আধুরি কাহানি (২০১৫)। এই ছবিগুলো শুধু বক্স অফিসে নয়, দর্শকের হৃদয়েও জায়গা করে নিয়েছিল।

সুরির নতুন ছবি ‘সাইয়ারা’

এই মুহূর্তে আলোচনায় রয়েছে মোহিত সুরি পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’-র সিনেমা। আহান পান্ডে ও অনিত পড্ডা অভিনীত এই রোমান্টিক-ড্রামাটি মুক্তির ৪ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

প্রেম, ক্ষত এবং মানসিক সংকটের আবর্তে তৈরি হওয়া এই গল্প অনেককে আবার মনে করিয়ে দিয়েছে ‘আশিকি ২’-এর কথা।

Shera Lather
Link copied!