বিনামূল্যে চ্যাটজিপিটি-৫ উন্মুক্ত করল ওপেনএআই
আগস্ট ৮, ২০২৫, ০৫:৩৫ পিএম
ওপেনএআই তাদের সর্বশেষ ও সবচেয়ে উন্নত সংস্করণ জিপিটি-৫ উন্মুক্ত করেছে। নতুন এই মডেলটি সব ব্যবহারকারী বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। কোম্পানির দাবি, জিপিটি-৫ আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, দ্রুততম এবং কার্যকরী—বিশেষ করে লেখালেখি, কোডিং ও স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে।
সংবাদমাধ্যম সিএনবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী...