বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৪:০৮ পিএম

গুগল ক্রোম কিনতে চাওয়া কে এই যুবক?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৪:০৮ পিএম

পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী (সিইও) অরবিন্দ শ্রীনিবাস। ছবি- সংগৃহীত

পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী (সিইও) অরবিন্দ শ্রীনিবাস। ছবি- সংগৃহীত

অ্যালফাবেটের গুগল ক্রোম ব্রাউজার কেনার জন্য ৩ হাজার ৪৫০ কোটি ডলারের নগদ প্রস্তাব দিয়েছে তিন বছরের কম বয়সি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ পারপ্লেক্সিটি এআই। পারপ্লেক্সিটির বর্তমান মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। তবে অ্যালফাবেট প্রস্তাবটি গ্রহণ করলে পারপ্লেক্সিটিকে তার সর্বশেষ মূল্যের চেয়েও বেশি মূল্য অর্থায়ন করতে হবে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই স্টার্টআপ যদি ক্রোম কিনতে সক্ষম হয়, তাহলে তারা এই ব্রাউজারের ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারবে। এদিকে, গুগলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নানা নিয়ন্ত্রক চাপ বাড়ছে।

পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী (সিইও) অরবিন্দ শ্রীনিবাস। কীভাবে এই অর্থায়ন করা হবে তা এখনো জানায়নি স্টার্টআপটি। তবে প্রতিষ্ঠানটি সফটব্যাংক ও সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়াসহ বিনিয়োগকারীদের কাছ থেকে ইতোমধ্যে ১০০ কোটি ডলার সংগ্রহ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, যদি অ্যালফাবেট প্রস্তাবটি গ্রহণ করে, তাহলে একাধিক তহবিল-প্রতিষ্ঠান পুরো অর্থায়ন করবে বলে নিশ্চয়তা দিয়েছে।

এদিকে, অ্যালফাবেট এখন পর্যন্ত ক্রোম বিক্রির কোনো ইচ্ছা প্রকাশ করেনি। তারা গুগলের অনলাইন সার্চ বাজারে ‘অবৈধ’ একচেটিয়া আধিপত্য রাখার মার্কিন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করেছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছেন, ক্রোম বিক্রি করলে এই মামলার সমাধান হতে পারে। ফেডারেল আদালত এই মাসের শেষের দিকে মামলাটির প্রতিকার নিয়ে রায় দিতে পারেন।

কে এই অরবিন্দ শ্রীনিবাস

পারপ্লেক্সিটির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অরবিন্দ শ্রীনিবাস একজন ভারতীয় বংশোদ্ভূত প্রকৌশলী এবং উদ্যোক্তা। তার মতে, পারপ্লেক্সিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সার্চ ইঞ্জিন, যাকে তিনি ‘যেকোনো প্রশ্নের উত্তর পাওয়ার দ্রুততম উপায়’ হিসেবে অভিহিত করেছেন।

অরবিন্দ মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বার্কলি’র ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ডক্টরেট এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ সময়েই অরবিন্দের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং তিনি ওপেনএআইতে চার মাসের জন্য গবেষণা ইন্টার্ন হিসেবে কাজ করেন।

এরপর তিনি পাঁচ মাস ধরে আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ডিপমাইন্ডে গবেষণা ইন্টার্ন হিসেবে কাজ করেন এবং এক বছর ধরে একইভাবে গুগলে কাজ করেন।

২০২১ সালে পিএইচডি করার পর অরবিন্দ ওপেনএআইতে ফিরে আসেন এবং এবার এক বছরের জন্য গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করেন। এরপর ২০২২ সালের আগস্টে তিনি পারপ্লেক্সিটির সহ-প্রতিষ্ঠাতা হন। তিনি অ্যান্ডি কনউইনস্কি, ডেনিস ইয়ারাটস এবং জনি হো-এর সাথে এই প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা হন। অরবিন্দ নিজেও একজন বিনিয়োগকারী, যিনি ২০২৩ সাল থেকে অনেক এআই ফার্মে বিনিয়োগ করেছেন।

Shera Lather
Link copied!