কাওরান নাকি কারওয়ান বাজার?
এপ্রিল ১০, ২০২৫, ০৭:২১ পিএম
রাজধানী ঢাকার বয়স অনুযায়ী এ শহরের প্রাচীনতম বিপণিকেন্দ্র কারওয়ান বাজার। আর এই বাজার সারা ঢাকাবাসীর জন্য খাদ্যসম্ভার নিয়ে বসে থাকে। গরীব থেকে ধনী, কামার-কুমার, জেলে, হিন্দু-মুসলিম সবাই একযোগে এই বাজার থেকে ব্যাগ ভর্তি সদাই নিয়ে বাড়ি ফেরে।শহরের সবচেয়ে বড় কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার এটাই। ঢাকার তেজগাঁও থানার কাজী নজরুল...