বিশ্ব আদিবাসী দিবস শিক্ষায় উন্নতি, কর্মসংস্থানে পিছিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা
আগস্ট ৯, ২০২৫, ১১:৩৬ এএম
‘স্বপ্ন ছিল পড়ালেখা করে কিছু করা, না পারলে হাতের কাজ শিখব। কিন্তু আমাদের পাহাড়ি এলাকায় মেয়েদের কাজ শেখার বা করার সুযোগ তেমন নেই। স্বপ্ন দেখাটাই যেন ভুল ছিল।’—শেরপুরের নালিতাবাড়ীর গারো সম্প্রদায়ের নারী জ্যোতি চিরানের আফসোসের কথাগুলো বলে দেয় আদিবাসী নারীদের কর্মসংস্থানের কঠিন বাস্তবতা।
শুধু জ্যোতি চিরান নন, শেরপুর জেলার অন্যান্য ক্ষুদ্র...