কেনিয়ায় ৭৩৬ মিলিয়ন ডলারের চুক্তি হারাতে বসেছে আদানি
অক্টোবর ২৮, ২০২৪, ০৫:১৯ পিএম
সঞ্চালন লাইনসহ বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য ভারতের আদানি এনার্জি সলিউশনের সঙ্গে ৭৩৬ মিলিয়ন ডলারের চুক্তি স্থগিত করেছে কেনিয়া।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন `কেনিয়া বৈদ্যুতিক ট্রান্সমিশন কোম্পানি` এবং `আদানি এনার্জি সলিউশনস` এর মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এই চুক্তি হয়েছিল।গত ১১ অক্টোবর দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশে ক্রমাগত বিদ্যুৎ...