ভারত কর্তৃক সিন্ধু পানিচুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় পাকিস্তান একে ‘যুদ্ধের বার্তা’ হিসেবে আখ্যায়িত করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতি ও পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কমিটি এক জরুরি বৈঠক করেছে।
বৈঠকে ভারত সরকারের পদক্ষেপের ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
এ বৈঠক শেষে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সিদ্ধান্তগুলো হলো, ভারত সরকারকে অনুসরণ করে পাকিস্তানও সব প্রকার ভারতীয় ভিসার স্থগিতাদেশ ঘোষণা করেছে। এ ছাড়া ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশনের কূটনৈতিক কর্মীদের সংখ্যাও কমিয়ে ৩০ জনে নির্ধারণ করা হয়েছে।
সিন্ধু পানিচুক্তি স্থগিত করায় ভারতের সিদ্ধান্তে পাকিস্তান স্পষ্টভাবে বৈঠকে জানিয়েছে, এই চুক্তির অধীনে পাকিস্তানের জলপ্রবাহ বন্ধ করা একটি ‘যুদ্ধের বার্তা’ হিসেবে গণ্য করা হবে।
এদিকে, পাকিস্তান তার জাতীয়তা রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
পাকিস্তানের ঝিলাম ও চেনাব নদীর পানিপ্রবাহ বন্ধ হলে তা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে বলে আশঙ্কা করছে দেশটি।
তারা বলছে, এর ফলে কয়েক মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমনিতেই তীব্র পানি সংকটে জর্জরিত পাকিস্তান। ভারতের এই পদক্ষেপ দেশটির জন্য বড় আঘাত আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :