জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে ঢল নেমেছে ছাত্রদলের নেতাকর্মীদের।
রোববার (৩ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে তারা রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকেন।
দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয়, তবে বৃষ্টিতে দমে না গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান, মিছিল ও ব্যানার নিয়ে উপস্থিত হন শাহবাগ এলাকায়। তাদের কণ্ঠে বারবার উচ্চারিত হয় ‘গণতন্ত্র চাই’, ‘আন্দোলনের সরকার চাই না’, ইত্যাদি স্লোগান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আন্দোলনের নতুন দিকনির্দেশনা তুলে ধরেন এবং ছাত্রসমাজকে গণতন্ত্র রক্ষার কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও এতে অংশ নেন।
ছাত্রদলের নেতারা জানান, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ। তাদের ভাষায়, ‘শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরার জন্যই এ আয়োজন।’
প্রসঙ্গত, প্রথমে সমাবেশটি জাতীয় শহীদ মিনারে আয়োজনের কথা ছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে আনা হয়। ছাত্রদল সাধারণ মানুষের কোনো ধরনের অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে।
সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকাজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক প্রচার। নেতাকর্মীদের মধ্যে ছিল শৃঙ্খলা বজায় রাখার প্রবল আহ্বান।
আপনার মতামত লিখুন :