বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:২১ পিএম

দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন : হাসনাত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:২১ পিএম

হাসনাত আব্দুল্লাহ। ছবি- সংগৃহীত

হাসনাত আব্দুল্লাহ। ছবি- সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দলীয় কোন্দল নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এসব মন্তব্য করেন।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অস্ত্র-চাঁদাবাজির রাজনীতি থেকে মানুষ ক্লান্ত। আগামীর ভোট হবে বুলেট নয়, ব্যালটের পক্ষে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হওয়ার অভিযোগ তুলে তিনি যোগ করেন, অপরাধীদের বিচার একদিন হবেই।

হাসনাত আরও বলেন, যারা বিএনপির মনোনয়ন পাননি এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, তাদের এনসিপিতে স্বাগত। দলটি কোনো জোটনির্ভর নয়; রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতিই তাদের লক্ষ্য। তার দাবি, বিএনপি-জামায়াতও শেষ পর্যন্ত এনসিপির অবস্থানে আসবে।

সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ তুলে বলেন, ওই উপদেষ্টা জনগণের কষ্ট বোঝেন না; বরং ওষুধ ব্যবসা ও আর্থিক সুবিধাকেই গুরুত্ব দেন। খুলনায় এক ‘জুলাই যোদ্ধা’র চোখ হারানোর ঘটনার দায়ও তিনি স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতার ওপর চাপান।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার বিরুদ্ধেও অসন্তোষ জানিয়ে হাসনাত অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের পাওনা পরিশোধে অযথা জটিলতা তৈরি করা হচ্ছে। দ্রুত সমাধান না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি।

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোরামে নয়, কর্মে টিকে থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পরিহার করতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, কমিটি গঠন করা হবে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদেরকে অগ্রাধিকার দিয়ে। তিনি জানান, আহত শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, নতুন মানুষকে সংগঠনে যুক্ত করতে এবং পরিচয় তুলে ধরতে হবে।

কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ দাবি করেন, ১৬টি আসনের মধ্যে ১০-১২টি আসনে এনসিপি জয়ী হতে পারে। আগামী ১০ বছরে দল সরকার গঠনের স্বপ্ন দেখছে বলেও তিনি উল্লেখ করেন।

কেন্দ্রীয় সদস্য জুবাইরুল হাসান আরিফ বলেন, বিএনপির রাজনীতিতে গ্রুপিং ও সন্ত্রাসের প্রশ্রয় হতাশাজনক।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সেগুপ্তা বুশরা মিশমা, মহানগর মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

Link copied!