রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৮:৩৩ পিএম

শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানাল মাউশি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৮:৩৩ পিএম

স্কুলে ক্লাস নিচ্ছে একজন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

স্কুলে ক্লাস নিচ্ছে একজন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে শিক্ষকরা এ নিয়ে ব্যাপক মনোক্ষুণ্ন।  

এরপরও বৃদ্ধি হয়নি তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা। এবার জুলাই মাসেও কেবল বেতনই বৃদ্ধি হয়েছে তাদের। ফলে শিক্ষক-কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন।

তবে শিক্ষকদের বাড়ি এবং চিকিৎসা ভাতা বাড়বে বলে জানিয়েছে মাউশির একটি বিশ্বস্ত সূত্র। সূত্রটি বলছে, চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে শিক্ষকদের বেতনের সঙ্গে বাড়তি ভাতাও যোগ হতে পারে।

এদিকে জুলাই মাসে শিক্ষকদের বেতন নিয়ে মাউশি সূত্রে জানা গেছে, স্কুল-কলেজে কর্মরত ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে। জুলাই মাসের বেতন-ভাতা বাবদ এক হাজার ২৯ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে।

এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাবসহ টাকার হিসেব দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি।

এ বিষয়ে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন একটি গণমাধ্যমকে জানান, জুলাই মাসে বেতন বাড়ছে শিক্ষকদের। তবে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির আরেক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি।’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হচ্ছে।

মাউশি সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা, যেমন আয়া, পরিচ্ছন্নতাকর্মীদের ৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে।

জুনিয়র শিক্ষকদের বেতন ৮০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক, যারা সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন এক হাজারা ২০০ টাকা থেকে দেড় হাজার টাকা বাড়বে।

তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বৃদ্ধি পাচ্ছে।

শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত ১৪৫ কোটি লাগছে। তিন লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য জুন মাসের বেতন-ভাতা বাবদ ৮৮৪ কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এ অংক দাঁড়িয়েছে এক হাজার ২৯ কোটি টাকায়।

Shera Lather
Link copied!