বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. মফিজুল ইসলামকে বদলি করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী মো. মফিজুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
তবে তিনি জনপ্রশাসনের কোন শাখায় দায়িত্ব পালন করবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কী কারণে তাকে হঠাৎ বদলি করা হলো সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর এনটিআরসিএর চেয়ারম্যান হন মোহাম্মদ মফিজুর রহমান। সে সময় তিনি রাজস্ব বোর্ড প্রশাসনের সদস্য ছিলেন।
এ দিকে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন মো. আমিনুল ইসলাম। তিনি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
আমিনুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
আপনার মতামত লিখুন :