বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেননি সেই তথ্য পাওয়া যাবে। যোগদান না করা প্রার্থীর সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে। তবে যোগদানকৃত প্রার্থীর সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না সংস্থাটি।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।
গত ১৯ আগস্ট ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। ফলে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে। এ পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন ১৮তম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬ হাজার ২১৩ জন প্রার্থী।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন